কৃষিশিক্ষা | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১২. মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি?

ক. জৈব সার খ. পানি

গ. শৈবাল ঘ. ফাইটোপ্লাংকটন

১৩. পানির পিএইচ কত হলে মাছ মারা যায়?

ক. <৩, >১১ খ. <৪, >১১

গ. >৪, >১১ ঘ. <৫, >১১

১৪. নিচের কোন পুকুরটি অধিক গভীর হয়?

ক. বার্ষিক পুকুর খ. মৌসুমি পুকুর

গ. আঁতুড় পুকুর ঘ. চালাই পুকুর

১৫. স্থায়ী পুকুরে কত দিন পানি থাকে?

ক. ১ মাস খ ৩ মাস

গ. ৯ মাস ঘ. ১২ মাস

১৬. আঁতুড় পুকুরের আয়তন কত হলে ভালো হয়?

ক. ৫-১০ শতক খ. ১০-১৫ শতক

গ. ১০-২৫ শতক ঘ. ২০-২৫ শতক

১৭. লালন পুকুরের গভীরতা কত মিটার?

ক. ০—১ খ. ০-১.৫

গ. ১.৫—২ ঘ. ২—০

১৮. পুকুরের ওপরের স্তরে কোনটি বাস করে?

ক. মাগুর খ. পাঙাশ

গ. সরপুঁটি ঘ. রুই

১৯. ফাইটোপ্লাংকটন বেশি থাকে পুকুরের কোন স্তরে?

ক. তলদেশে খ. মধ্যস্তরে

গ. ওপরের স্তরে ঘ. মধ্য ও তলদেশে

২০. গলদা চিংড়ি পানির কোন স্তরে বাস করে?

ক. পানির ওপরের স্তরে

খ. পানির নিচের স্তরে

গ. মধ্যস্তরে

ঘ. তলদেশে কাদার ওপরের স্তরে

২১. কৃষিতাত্ত্বিক বীজ হচ্ছে—

i. তিল

ii. রসুন

iii. কচু

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. ঘ