default-image

প্রশ্ন: ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে ১৯৯৫০ টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত?

সমাধান

এখানে, মোট বেতনের টাকা থেকে ফাতেমার বেশি বেতনের টাকা বাদ দিলে দুইজনের বেতনের টাকা সমান হবে।

∴ দুইজনের সমপরিমাণ বেতন একত্রে হবে

(১৯৯৫০ – ২৪৫০) টাকা

= ১৭৫০০ টাকা

∴ ফরিদার বেতন (১৭৫০০ ২) টাকা

= ৮৭৫০ টাকা

অতএব, ফরিদার বেতন ৮৭৫০ টাকা।

ফরিদা অপেক্ষা ফাতেমা ২৪৫০ টাকা বেশি বেতন পায়।

অতএব, ফাতেমার বেতন (৮৭৫০ + ২৪৫০) টাকা

= ১১২০০ টাকা।

উত্তর: ফরিদার বেতন ৮,৭৫০ টাকা, ফাতেমার বেতন ১১,২০০ টাকা।

বিজ্ঞাপন

প্রশ্ন: রাজু এবং রনির একত্রে ৬৯০টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে?

সমাধান

রাজু ও রনির একত্রে লিচু আছে ৬৯০টি ।

রাজু অপেক্ষা রনির কম আছে ৮৬টি ।

এখানে, মোট লিচুর সাথে রনির কম লিচু যোগ করলে রাজু ও রনি দুইজনের লিচুর পরিমাণ সমান হবে।

∴ দুইজনের সমপরিমাণ লিচু একত্রে হবে

(৬৯০‍ + ৮৬)টি

= ৭৭৬টি

∴ রাজুর আছে (৭৭৬ ২) টি

= ৩৮৮ টি

রনির আছে (৩৮৮ – ৮৬) টি

= ৩০২ টি

উত্তর: রাজুর আছে ৩৮৮টি লিচু, রনির আছে ৩০২টি লিচু।

প্রশ্ন: মা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত?

সমাধান

পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ

মায়ের বয়স = পুত্রের বয়সের ৩ গুণ

মা এবং পুত্রের বয়সের সমষ্টি = পুত্রের বয়সের

৪ গুণ

এখন, পুত্রের বয়সের ৪ গুণ = ৬০ বছর

পুত্রের বয়স ৬০ ৪ = ১৫ বছর

অতএব, মায়ের বয়স ১৫ × ৩ = ৪৫ বছর

উত্তর: পুত্রের বয়স ১৫ বছর এবং মায়ের বয়স ৪৫ বছর।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন