default-image

প্রশ্ন: ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

সমাধান

দেওয়া আছে,

ভাজক ৭৮

ভাগফল ২৫

ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ

অর্থাৎ ভাগশেষ = ৭৮ ৩ = ২৬

আমরা জানি,

ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ

= ৭৮ × ২৫ + ২৬

= ১৯৫০ + ২৬

= ১৯৭৬

উত্তর: ভাজ্য ১৯৭৬।

প্রশ্ন: ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯। ভাগফল কত?

সমাধান

দেওয়া আছে,

ভাজ্য ৮৯০৩

ভাজক ৮৭

ভাগশেষ ২৯

ভাগফল বের করতে হবে।

আমরা জানি,

ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) ভাজক

= (৮৯০৩ - ২৯) ৮৭

= ৮৮৭৪ ৮৭

= ১০২

উত্তর: ভাগফল ১০২।

হিসাব

৮৭) ১০২

৮৮৭৪

৮৭

১৭৪

১৭৪

প্রশ্ন: একটি কারখানায় ৭ দিনে ২৫২০টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে?

সমাধান

আমরা জানি,

১ সপ্তাহ = ৭ দিন

∴ ৩ সপ্তাহ = (৭ × ৩) দিন

= ২১ দিন

একটি কারখানায়

৭ দিনে তৈরি হয় ২৫২০টি সাইকেল

∴ ১ দিনে তৈরি হয় (২৫২০ ৭)টি সাইকেল

= ৩৬০টি সাইকেল

∴ ২১ দিনে তৈরি হয় (৩৬০ × ২১)টি সাইকেল

= ৭৫৬০টি সাইকেল

সুতরাং ৩ সপ্তাহে সাইকেল তৈরি হয় ৭৫৬০টি

উত্তর: ৭৫৬০টি।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন