পঞ্চম শ্রেণির পড়াশোনা : গণিত| সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অধ্যায় ১

প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?

উত্তর: গুণ্য

প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?

উত্তর: গুণক

প্রশ্ন: গুণক শূন্য হলে গুণফল কত হয়?

উত্তর: শূন্য (০)

প্রশ্ন: গুণ্য শূন্য (০) হলে গুণফল কত হবে?

উত্তর: শূন্য (০)

প্রশ্ন: যদি গুণফল শূন্য (০) হয়, সে ক্ষেত্রে গুণক ৫০ হলে গুণ্য কত?

উত্তর: শূন্য (০)

প্রশ্ন: কোন ক্ষেত্রে গুণ্য, গুণক এবং গুণফলের মান সমান হবে?

উত্তর: গুণ্য, গুণক এবং গুণফলের মান ১ অথবা শূন্য (০) হলে।

প্রশ্ন: গুণ্য বা গুণক যেকোনো একটির মান শূন্য হলে গুণফল কত হবে?

উত্তর: শূন্য (০)

প্রশ্ন: ৪৩৯×৩২৮ = ১৪৩৯৯২, এখানে গুণ্য কত?

উত্তর: ৪৩৯

প্রশ্ন: ৮৫৩×৯৬৭ = ৮২৪৮৫১, এখানে গুণক কত?

উত্তর: ৯৬৭

প্রশ্ন: ৭৬০ কে শূন্য (০) দ্বারা গুণ করলে, গুণফল কত হবে?

উত্তর: শূন্য (০)

বাকি অংশ ছাপা হবে আগামীকাল