default-image

অধ্যায় ১

প্রশ্ন: ⃞ × ৭৫ = ৭৪৯২৫, খালি ঘরে কত বসবে?

উত্তর: ৯৯৯

প্রশ্ন: একটি কলমের দাম ৩৩ টাকা হলে ১১০টি কলমের দাম কত?

উত্তর: ৩৬৩০ টাকা

প্রশ্ন: রাস্তা মেরামতের জন্য একটি পরিবার ২৫০ টাকা দিলে ৩২৪টি পরিবার মোট কত টাকা দেবে।

উত্তর: ৮১০০০ টাকা

প্রশ্ন: একটি মুঠোফোনের দাম ৯৯৯ টাকা হলে ৪৫টি মুঠোফোনের দাম কত?

উত্তর: ৪৪৯৫৫ টাকা

প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা। এক বছরে তার আয় কত?

উত্তর: ৭৮৮৪০ টাকা

বিজ্ঞাপন

অধ্যায় ২

প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?

উত্তর: ভাজ্য

প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?

উত্তর: ভাজক

প্রশ্ন: ‘ভাগশেষ< ভাজক’ এর অর্থ কী?

উত্তর: ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট

প্রশ্ন: ভাজক × ভাগফল+ভাগশেষ= ⃞ , খালি ঘরে কী বসবে?

উত্তর: ভাজ্য

প্রশ্ন: ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে কী বলে?

উত্তর: ভাগফল

প্রশ্ন: ভাজক ২৪৫, ভাগফল ২৮৪, ভাগশেষ ১৫৮ হলে ভাজ্য কত?

উত্তর: ৬৯৭৩৮

প্রশ্ন: ৩৮৭২ ÷ ১০ এখানে ভাগশেষ কত?

উত্তর: ভাগশেষ ২

প্রশ্ন: একটি সামাজিক কাজে ৩৬৭টি পরিবার প্রত্যেকে ১০ টাকা করে দিলে মোট কত টাকা হয়?

উত্তর: ৩৬৭০ টাকা

প্রশ্ন: কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান ৮০০ মিটার হলে ৫ চক্র সমান কত মিটার হবে?

উত্তর: ৪০০০ মিটার

প্রশ্ন: কোনো পরিবারে প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগলে ৪ দিনে কত গ্রাম চাল লাগবে?

উত্তর: ২৬০০ গ্রাম

প্রশ্ন: একটি বই তৈরিতে ১২৮ তা কাগজ লাগলে ১০টি বই তৈরি করতে কত তা কাগজ লাগবে?

উত্তর: ১২৮০ তা

প্রশ্ন: একটি কারখানায় একজন কর্মচারী মাসে ৮০০০ টাকা বেতন পেলে ৫ জন কর্মচারীর জন্য প্রতি মাসে কত টাকা লাগবে?

উত্তর: ৪০০০০ টাকা

প্রশ্ন: আমজাদ সাহেব এক মাসে ৮৫০ টাকা সঞ্চয় করেন। ১ বছরে তিনি কত টাকা সঞ্চয় করবেন?

উত্তর: ১০২০০ টাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
মন্তব্য করুন