জবিতে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের দ্বিতীয় দফা ফলও প্রকাশ করা হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়টির আইসিটি সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিট এ বিজ্ঞান শাখায় ১ হাজার ১৫৫ আসনের মধ্যে ৪৮৭ জন, ইউনিট বি মানবিক শাখায় ৮৫০ আসনের মধ্যে ৬৮৬ জন এবং ইউনিট সি বাণিজ্য শাখায় ৬১০ আসনের মধ্যে ৪৯৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বিশেষায়িত চারটি বিভাগের ভর্তি কার্যক্রম চলমান। বিশেষায়িত বিভাগগুলো হলো সংগীত, চারুকলা, নাট্যকলা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে মোট ২ হাজার ৭৬৫টি আসনের মধ্যে ১ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। চলতি বছর প্রথমবারের মতো গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
এ বছর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিজ্ঞান বিভাগের এ ইউনিটের ১৩টি বিভাগে ৮২৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসভুক্ত মানবিক বিভাগের বি ইউনিটে দুই ইনস্টিটিউট ও ১৫ বিভাগে মোট ১ হাজার ২৭০ জন শিক্ষার্থী। বিজনেস স্টাডিজ অনুষদের চার বিভাগে মোট ৫২০ জন এবং বিশেষায়িত চার বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।