default-image

অধ্যায় ২

৬৬. পেশি টিস্যুর উৎপত্তি হয়—

i. ভ্রুণীয় এক্টোডার্ম থেকে

ii. ভ্রুণীয় মেমোডার্ম থেকে

iii. ভ্রুণীয় এন্ডোডার্ম থেকে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের চিত্রের আলোকে ৬৭ ও ৬৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

৬৭. দেহে Q চিহ্নিত অংশটির কাজ কী?

ক. শ্বসন খ. পরিপাক

গ. প্রতিরক্ষা ঘ. রক্ততঞ্চন

বিজ্ঞাপন

৬৮. P চিহ্নিত কোষটির নিউক্লিয়াস অনুপস্থিত যে প্রাণীতে—

i. তিমি ii. কুমির

iii. বানর

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৯. স্নায়ুতন্ত্র ভ্রুণীয় কোন স্তর থেকে উৎপত্তি লাভ করে?

ক. এক্টোডার্ম খ. এন্ডোডার্ম

গ. মেমোডার্ম ঘ. পেরিডার্ম

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬৬. খ ৬৭. গ ৬৮. খ ৬৯. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন