default-image

অধ্যায় ২

৮৩. শ্বেত রক্তকণিকা—

i. নিউক্লিয়াস যুক্ত

ii. দ্বি-উত্তল

iii. সুনির্দিষ্ট আকৃতিবিহীন

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের চিত্র দেখে ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৮৪. চিত্রটি হলো—

i. ঐচ্ছিক পেশির

ii. অনৈচ্ছিক পেশির

iii. হৃদপেশির

নিচের কোনটি সঠিক

ক. i খ. ii

গ. iii ঘ. i ও ii

বিজ্ঞাপন

৮৫. চিত্রের পেশির সঙ্গে হৃদপেশির বৈসাদৃশ্য হলো—

i. কোষগুলো নলাকার

ii. কোষগুলো শাখান্বিত

iii. নিবেশিত ফলক থাকে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৮৩. খ ৮৪. ক ৮৫. গ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন