default-image

অধ্যায় ৪

৮. ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়?

ক. মাইটোকন্ড্রিয়ায় খ. সাইটোপ্লাজমে

গ. নিউক্লিয়াসে ঘ. ক্লোরোপ্লাস্টে

৯. সালোকসংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কত?

ক. ২২ সে-৩০ সে. খ. ২২ সে-৩৫ সে

গ. ২৫ সে-৩৫ সে ঘ. ২৫ সে-৪৫ সে

১০. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

ক. গ্লুকোজ খ. পাইরুভিক অ্যাসিড

গ. রাইবুলোজ ঘ. অ্যাসিটাইল কো-এ

১১. সবাত শ্বসনের অ্যাসিটাইল কো-এ ও ক্রেবসচক্রে মোট কত অণু NADH2
তৈরি হয়?

ক. দুই অণু খ. চার অণু

গ. ছয় অণু ঘ. আট অণু

১২. ক্যালভিন ও ব্যাশাল চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?

ক. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট

খ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

গ. ফসফোগ্লিসারালডিহাইড

ঘ. ফসফোগ্লিসারিক অ্যাসিড

১৩. C3 চক্রে কোনটি কার্বন ডাই-অক্সাইড গ্রহীতা হিসেবে কাজ করে?

ক. ফসফোগ্লিসারিক অ্যাসিড

খ. রাইবুলোজ ১.৫ ডাইফসফেট

গ. ফসফোগ্লিসারালডিহাইড

ঘ. অক্সালো অ্যাসিটিক অ্যাসিড

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৮. ক ৯. খ ১০. খ ১১. ঘ
১২. ঘ ১৩. খ

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন