default-image

অধ্যায় ৪

নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

অর্পা ব্যবহারিক ক্লাসের জন্য গাছ থেকে লাল জবা ফুল ছিড়তে গেলে তার পায়ের ধাক্কায় একটি ইট সরে যায়। সে দেখতে পায় ইটের নিচে থাকা ঘাসগুলো সাদা হয়ে গেছে।

২০. ব্যবহারিক ক্লাসে অর্পার উপকরণটির মধ্যে বিদ্যমান—

ক. ক্লোরোপ্লাস্ট খ. ক্রোমোপ্লাস্ট

গ. প্রোটোপ্লাস্ট ঘ. নিউকোপ্লাস্ট

বিজ্ঞাপন

২১. ঘাসগুলো ওইরূপ হওয়ার কারণ—

i. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটেছে

ii. সূর্যের আলোর অভাবে পত্ররন্ধ্র বন্ধ ছিল

iii. প্রয়োজনীয় অক্সিজেন সংগ্রহ করতে পারেনি

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. কত ডিগ্রি তাপমাত্রার নিচে শ্বসনের হার কমে চায়?

ক. ১৫ সে খ. ২০ সে

গ. ২৫ সে ঘ. ৩০ সে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২০. খ ২১. ক ২২. খ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন