default-image

অধ্যায় ৪

৩০. অ্যাডেনিনের বেস কোনটি?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. কার্বন ঘ. সালফার

৩১. ‘শক্তিমুদ্রা’ বলা হয় কাকে?

ক. DNA খ. RNA

গ. ATP ঘ. CO2

৩২. কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

ক. সালোকসংশ্লেষণ

খ. শ্বসন

গ. প্রশ্বেদন ঘ. অভিস্রবণ

৩৩. সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে CO2 ও পানি থেকে কোন জাতীয় খাদ্য উৎপাদন করে?

ক. শর্করা খ. আমিষ

গ. স্নেহ ঘ. ভিটামিন

৩৪. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি?

ক. জলজ খ. স্থলজ

গ. বায়ুপরাগী ঘ. পরগাছা

বিজ্ঞাপন

৩৫. সালোকসংশ্লেষণকে দুটি পর্যায়ে ভাগ করেন কে?

ক. ব্ল্যাকমান খ. জোহান মেন্ডেল

গ. আইজাক নিউটন ঘ. মাদামকুরি

৩৬. আলোকরশ্মির ফোটন শোষণ করে কে?

ক. অক্সিজেন অণু খ. ক্লোরোফিল অণু

গ. কার্বন অণু ঘ. এটিপি

৩৭. সবুজ উদ্ভিদে কার্বন ডাই–অক্সাইড বিজারণের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. ছয়

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩০. খ ৩১. গ ৩২. ক ৩৩. ক ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন