জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

জীববিজ্ঞান

অধ্যায় ১২

৩৬. গ্রেগর জোহান মেন্ডেল ১৮৬৬ সালে বংশগতির ধারক ও বাহকের গবেষণায় কোনটি ব্যবহার করেছিলেন ?

ক. মটরশুঁটি খ. আলু

গ. পেঁয়াজ ঘ. রসুন

৩৭. ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কী বলে?

ক. বেস খ. লোকাস

গ. পিনা ঘ. হেলিক্স

৩৮. DNA ক্রোমোজোমের কোন ধরনের পদার্থ?

ক. হালকা খ. ঘন

গ. স্থায়ী ঘ. অস্থায়ী

৩৯. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি?

ক. ৩৪টি খ. ৩৮টি

গ. ৪২টি ঘ. ৪৬টি

৪০. মানবদেহে ২৩ জোড়া ক্রোমোজোম রয়েছে। এর মধ্যে কয়টিকে অটোজোম বলে?

ক. ৩৪টি খ. ৩৮টি

গ. ৪৪টি ঘ. ৪৬টি

৪১. একটি শর্ষেগাছ থেকে বছরে কত বীজ জন্মায়?

ক. প্রায় ৩ লাখ

খ. প্রায় ৬ লাখ ৩৫ হাজার

গ. প্রায় ৭ লাখ ৩০ হাজার

ঘ. প্রায় ১০ লাখ

সঠিক উত্তর

অধ্যায় ১২: ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ
৪০.গ ৪১.গ