অধ্যায় ২
চিত্র দেখে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৪৭. চিত্রে প্রদর্শিত টিস্যুর কাজ হলো—
i. খাদ্য পরিবহন করা
ii. খাদ্য সঞ্চয় করা
iii. প্রতিরক্ষার কাজ করা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. প্রদর্শিত টিস্যু কোথায় অবস্থান করে?
ক. ফ্লোয়েম ও পেরিসাইকেলে
খ. কর্টেক্স ও পেরিসাইকেলে
গ. মজ্জা ও কটেক্সে
ঘ. ত্বক ও ফুলের বোঁটায়
নিচের চিত্র দেখে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৪৯. চিত্রের P চিহ্নিত অংশটি কী?
ক. স্থায়ী কলা খ. ভাজক কলা
গ. জাইলেম কলা ঘ. ফ্লোয়েম কলা
৫০. চিত্রে P চিহ্নিত অংশটির কারণে উদ্ভিদ—
ক. কাণ্ডের বেড় বাড়ে
খ. কাণ্ডের দৈর্ঘ্য বাড়ে
গ. মূলের বেড় বাড়ে
ঘ. মূলের দৈর্ঘ্য বাড়ে
৫১. প্রস্বেদন প্রক্রিয়ার জন্য যে পানির প্রয়োজন তা কীভাবে পাতায় পৌঁছায়?
ক. ভাজক টিস্যুর মাধ্যমে
খ. সরল টিস্যুর মাধ্যমে
গ. জটিল টিস্যুর মাধ্যমে
ঘ. ক্ষরণকারী টিস্যুর মাধ্যমে
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪৭. ঘ ৪৮. গ ৪৯. খ ৫০. খ ৫১. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল