default-image

অধ্যায় ২

৯. রুই মাছের পটকায় বিদ্যমান গ্যাস হলো—

i. অক্সিজেন

ii. হাইড্রোজেন

iii. কার্বন ডাই-অক্সাইড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. কোনটি হাইড্রাতে পরিলক্ষিত হয়?

ক. মেসোগ্লিয়া খ. হিমোসিল

গ. স্ক্লেরাইট ঘ. মায়োফাইব্রিল

১১. ঘাসফড়িংয়ের বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে?

ক. ১০ খ. ৮ গ. ৫ ঘ. ২

১২. রুই মাছের পুচ্ছ পাখনা কোন ধরনের?

ক. হেটারোসার্কাল

খ. ডাইফি সার্কাল

গ. হেমোসার্কাল

ঘ. প্রোটোসার্কাল

১৩. ম্যাক্সিলারি পাল্পের কাজ কোনটি?

ক. রেচনে সাহায্য করা

খ. দর্শনে সাহায্য করা

গ. শ্বসনে সাহায্য করা

ঘ. স্বাদ গ্রহণে সাহায্য করা

১৪. কোনটি রূপান্তরের সঠিক ধাপ?

ক. ডিম-পিউপা-লার্ভা-ইমাগো

খ. ডিম-ইমাগো-লার্ভা-পিউপা

গ. ডিম-লার্ভা-পিউপা-ইমাগো

ঘ. ডিম-লার্ভা-ইমাগো-পিউপা

অধ্যায় ৩

১. যকৃতে শর্করাজাতীয় খাদ্য কোন রূপে জমা থাকে?

ক. গ্লুকাগন খ. বিলিরুবিন

গ. কোলেস্টেরল ঘ. গ্লাইকোজেন

২. কোনটি বৃহদন্তের অংশ?

ক. সিকাম খ. ইলিয়াম

গ. জেজুনাম ঘ. ডিওডেনাম

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সাত্তার স্যার ক্লাসে পরিপাকে স্নায়ুতন্ত্র এবং হরমোনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন।

৩. সাত্তার স্যারের উল্লিখিত আলোচনায় অ্যাসিডবিরোধী হরমোন কোনটি?

ক. গ্লুকাগন খ. ইনসুলিন

গ. গ্যাস্ট্রিক ঘ. সিক্রেটিন

৪. স্যারের উল্লিখিত আলোচনায় কোলেসিস্টোকাইনিন হরমোন নিঃসৃত হয় কোথা থেকে?

ক. লালাগ্রন্থি থেকে

খ. অগ্ন্যাশয় থেকে

গ. পাকস্থলির মিউকোসা থেকে

ঘ. ডিওডেনামের নিউকোসা থেকে

সঠিক উত্তর

অধ্যায় ২: ৯. খ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ঘ ১৪. গ

অধ্যায় ৩: ১. ঘ ২. ক ৩. ঘ ৪. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন