টিকা দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু

করোনাভাইরাসের টিকা দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত অনলাইন ফরমে তথ্য প্রদানের জন্য শিক্ষার্থীদের বলা হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের কোভিড-১৯ টিকা দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরকে দিতে হবে। তাই জরুরি ভিত্তিতে ১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চাওয়া তথ্যাদি প্রদানের জন্য শিক্ষার্থী বা গবেষকদের প্রতি অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা তথ্য দিতে হবে www.jnu.ac.bd/vfc19 এই লিংকে। পরবর্তীকালে করণীয় সম্পর্কে শিক্ষার্থী বা গবেষকদের জানিয়ে দেওয়া হবে।