অধ্যায় ৩
২০. ইন্টারনেটের মাধ্যমে বড় একটি অপরাধ হয় কোনটি নিয়ে?
ক. ক্রেডিট কার্ড খ. কেনাকাটা
গ. খেলা ঘ. তথ্য
২১. ইন্টারনেটে ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য কী প্রয়োজন?
ক. কার্ডটি খ. কার্ডের নম্বর
গ. টাকা ঘ. কাগজ
২২. অপরাধকারীরা অবৈধ কাজের তথ্য নিচের কোনটির মাধ্যমে পাচার করেন?
ক. ইন্টারনেট খ. চিঠি
গ. ই-মেইল ঘ. ক্রেডিট কার্ড
২৩. বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাস কোথায় ছেড়ে দেওয়া হয়?
ক. নির্দিষ্ট ওয়েবসাইটে খ. ইন্টারনেটে
গ. অফিসের কম্পিউটারে ঘ. ফেসবুকে
২৪. Melissa কী?
ক. কম্পিউটার ভাইরাস খ. সাইবার লিংক
গ. ওয়েবসাইট ঘ. কোম্পানি
২৫. মেলিসা ভাইরাস কে আবিষ্কার করেন?
ক. জন স্মিথ খ. ডেভিড স্মিথ
গ. ডেভিড কার্ল ঘ. ফরিদ জাকারিয়া
২৬. ছোটদের ইন্টারনেট ব্যবহার করতে হবে—
i. অন্যদের চোখের আড়ালে
ii. অন্যদের চোখের সামনে
iii. এমন স্থানে যেখান থেকে কম্পিউটারের স্ক্রিন সবাই দেখতে পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭. ইন্টারনেট ব্যবহার করা উচিত—
i. আনন্দের জন্য
ii. জ্ঞান অর্জনের জন্য
iii. অশালীন হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. বাংলাদেশে কপিরাইট আইন চালু হয় কত সালে?
ক. ১৯৯৯ খ. ২০০০
গ. ২০০১ ঘ. ২০০২
২৯. মানুষ স্বভাবতই তার সব ধরনের সম্পদ—
i. আঁকড়ে রাখতে চায়
ii. রক্ষা করতে চায়
iii. দান করতে চায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. সফটওয়্যার পাইরেসি বন্ধ করার উপায় হচ্ছে—
i. সচেতনতা বৃদ্ধি
ii. আইনের সঠিক প্রয়োগ
iii. সর্বস্তরে মেধার মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২০. ক ২১. খ ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা