অধ্যায় ৪
১. হিসাব রাখার উদ্দেশ্যে আবিষ্কৃত হয়েছে কোনটি?
ক. ভিসিক্যালক খ. শিট
গ. অ্যাবাকাস ঘ. কাগজ
২. আগেকার দিনে কিসের সাহােয্য হিসাবের কাজ করা হতো?
ক. কাগজে-কলমে খ. কাগজে
গ. কলমে ঘ. বইয়ে
৩. অ্যাবাকাস কী?
ক. গণনাকারী খ. প্রথম গণনাযন্ত্র
গ. হিসাবকারী ঘ. গণনাযন্ত্র
৪. কাগজ-কলমের সাহােয্য হিসাবের কাজ শুরু হয় কখন?
ক. ২০ বছর আগে খ. ৩০ বছর আগে
গ. ৪০ বছর আগে ঘ. ৫০ বছর আগে
৫. স্প্রেডশিট শব্দের অর্থ কী?
ক. কাগজ খ. ছড়ানো বই
গ. ছড়ানো বড় মাপের কাগজ
ঘ. হিসাব করা
৬. ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোন ধরনের কাগজ ব্যবহার করা হয়?
ক. ছড়ানো বড় মাপের কাগজ
খ. খবরের কাগজ
গ. দাগ দেওয়া কাগজ
ঘ. সাদা কাগজ
৭. বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে কোনটি?
ক. সফটওয়্যারনির্ভর প্রোগ্রাম
খ. সফটওয়্যারনির্ভর ডেটাবেইস প্রোগ্রাম
গ. সফটওয়্যারনির্ভর স্প্রেডশিট প্রোগ্রাম
ঘ. ডেটা সফটওয়্যার
৮. স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার দিন দিন কী হচ্ছে?
ক. বাদ হয়ে যাচ্ছে খ. জনপ্রিয় হয়ে উঠছে
গ. কমে যাচ্ছে ঘ. বন্ধ হয়ে যাবে
৯. একটি ওয়ার্কবুকে কতটি ওয়ার্কশিট থাকে?
ক. দুটি খ. ছয়টি
গ. সাতটি ঘ. অনেক
১০. স্প্রেডশিট কী ধরনের প্রোগ্রাম?
ক. অপারেটিং সিস্টেম
খ. ডেটাবেইস প্রোগ্রাম
গ. সিস্টেম সফটওয়্যার
ঘ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
১১. স্প্রেডশিট কেন ব্যবহার করা হয়?
ক. বিজ্ঞপ্তি দেওয়ার জন্য
খ. আর্থিক হিসাব সংরক্ষণের জন্য
গ. লেখার জন্য
ঘ. ছবি আঁকার জন্য
১২. কোন কোম্পানি প্রথম ভিসিক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে?
ক. এইচপি কোম্পানি
খ. ম্যাকিনটোশ কোম্পানি
গ. অ্যাপল কোম্পানি
ঘ. আইবিএম কোম্পানি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল