default-image

অধ্যায় ১

১৯. একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?

ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার

খ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

গ. বিশ্বগ্রাম ঘ. বিশ্বায়ন

২০. মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে—

i. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে

ii. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে

iii. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১. বর্তমান যুগে টিকে থাকতে যে দক্ষতাগুলো আয়ত্ত করা প্রয়োজন—

i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা

ii. যোগাযোগ দক্ষতা

iii. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

বিজ্ঞাপন

২২. নতুন তথ্য সৃষ্টি করতে কোনটি প্রয়োজন?

ক. ইন্টারনেটের জগতে প্রবেশ

খ. জ্ঞান আহরণ

গ. তথ্যপ্রযুক্তির বিনাশ

ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ

২৩. বর্তমানের জ্ঞানভিত্তিক সমাজে অংশগ্রহণ করতে হলে কোনটির অবশ্যই দরকার?

ক. জ্ঞানভিত্তিক সমাজের নাগরিক হওয়া

খ. তথ্যপ্রযুক্তির বিষয়ে দক্ষতা অর্জন

গ. তথ্যপ্রযুক্তি বিষয়ে জানা

ঘ. তথ্যপ্রযুক্তির ব্যবহার না করা

সঠিক উত্তর

অধ্যায় ১: ১৯. খ ২০. ক ২১. গ ২২. ক ২৩. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন