default-image

অধ্যায় ১

২৪. তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে—

i. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি সম্ভব হবে

ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না

iii. তথ্য সংগ্রহ করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. আধুনিক কম্পিউটারের জনক কে?

ক. চার্লস ব্যাবেজ

খ. অ্যাডা লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

ঘ. স্টিভ জবস

২৬. চার্লস ব্যাবেজ কে ছিলেন?

ক. প্রকৌশলী এবং গণিতবিদ

খ. চিত্রকর

গ. গবেষক

ঘ. শিক্ষক

বিজ্ঞাপন

২৭. চার্লস ব্যাবেজের জন্ম কত সালে?

ক. ১৭৯১ খ. ১৭৯২

গ. ১৭৯৩ ঘ. ১৮৫২

২৮. চার্লস ব্যাবেজের মৃত্যু কত সালে?

ক. ১৮১৫ খ. ১৮৪২

গ. ১৮৫২ ঘ. ১৮৭১

২৯. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?

ক. চার্লস ব্যাবেজ

খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

গ. মার্ক জাকারবার্গ

ঘ. অ্যাডা লাভলেস

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৪. খ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. ঘ ২৯. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন