default-image

অধ্যায় ১

৪৫. নিচের কোনটি ব্রডকাস্টের উদাহরণ?

ক. টেলিভিশন খ. কম্পিউটার

গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন

৪৬. নিচের কোনটি দ্বিমুখী যোগাযোগ মাধ্যম?

ক. টেলিফোন খ. পত্রিকা

গ. মাউস ঘ. স্পিকার

৪৭. কারখানায় বিপজ্জনক কাজে প্রয়োজন হয়—

i. মোবাইল ফোন

ii. স্বয়ংক্রিয় মেশিন

iii. রোবট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. বর্তমানে একজন মানুষের নামের সঙ্গে কোন পরিচয়টি জরুরি হয়ে পড়েছে?

ক. ওয়েবসাইট খ. চাকরি

গ. ই-মেইল অ্যাড্রেস

ঘ. পদবি

৪৯. পৃথিবীর যেকোনো জায়গা থেকে যেকোনো মানুষ যোগাযোগ করতে পারে কোন মাধ্যমে?

ক. কি-বোর্ড খ. রেডিও

গ. ই-মেইল অ্যাড্রেস

ঘ. টেলিভিশন

৫০. ই-মেইল ব্যবহার করার সুবিধা—

i. তথ্য পাঠানো যায়

ii. ছবি পাঠানো যায়

iii. চিঠি পাঠানো যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫১. পৃথিবীর মানুষের মধ্যে এখন যোগাযোগের জন্য কোনটি বেশি ব্যবহার করা হয়?

ক. টেলিভিশন খ. সংবাদপত্র

গ. মডেম ঘ. ই-মেইল

৫২. পণ্যের ছবি পাঠাতে কী ব্যবহার করা হয়?

ক. কি-বোর্ড খ. ই-মেইল

গ. টেলিফোন ঘ. মডেম

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৩ ও ৫৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মনে করো, রায়হান আজ থেকে ৫০ বছর পরে বান্দরবানে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল। সে সঙ্গে থাকা ফোনে ঢাকায় চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করলে তিনি রায়হানকে দ্রুত হাসপাতালে যেতে বললেন। পরে হাসপাতালের রোবট সার্জনের সাহায্য নিয়ে রায়হানের হার্টে সফল অপারেশন করা হলো।

৫৩. রায়হান অসুস্থ হতো না—

i. প্রযুক্তির সাহায্যে তার রোগের কারণ আগেই অপসারণ করলে

ii. বান্দরবান বেড়াতে না গেলে

iii. তার শরীরের উপযোগী ওষুধ তৈরি করে খেয়ে নিলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. রায়হানের দ্রুত অপারেশনে নিচের কোন প্রযুক্তির ভূমিকা প্রধান?

ক. কম্পিউটার খ. রোবট

গ. আইসিটি ঘ. ইন্টারনেট

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪৫. ক ৪৬. ক ৪৭. গ ৪৮. গ ৪৯. গ ৫০. ঘ ৫১. ঘ ৫২. খ ৫৩. খ ৫৪. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন