বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। বর্তমান পৃথিবীতে একুশ শতকের সম্পদ নিচের কোনটি?
ক. শিল্প-বাণিজ্য খ. অর্থ গ. জ্ঞান ঘ. কৃষি
২। এখন পৃথিবীর সম্পদ নিচের কোনটি?
ক. জ্ঞান খ. রোবট গ. সাধারণ মানুষ ঘ. খনিজ সম্পদ
৩। পৃথিবীর সম্পদ সাধারণ মানুষই কেবল—
i. জ্ঞান অন্বেষণ করতে পারে ii. জ্ঞান ধারণ করতে পারে
iii. জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
ক. Globalization খ. E-mail
গ. Internet ঘ. Internationalization
৫। Globalization ও Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার পেছনে প্রধান কারণ কোনটি?
ক. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খ. ইন্টারনেট
গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি ঘ. গ্লোবাল ভিলেজ
৬। মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?
ক. অর্থের ব্যবহার খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
গ. ইন্টারনেট ঘ. তথ্যের ক্রমবিকাশ
৭। তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতার বিষয়টি বর্তমানে কী হিসেবে খুব দ্রুত স্থান করে নিচ্ছে?
ক. শিক্ষা খ. দক্ষতা গ. জ্ঞান ঘ. উপার্জন
৮। একুশ শতকে টিকে থাকতে হলে সবাইকে কোন প্রাথমিক বিষয়গুলো জানতে হবে?
ক. ইন্টারনেট খ. জ্ঞান গ. কম্পিউটার ঘ. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
৯। এখন এই পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি?
ক. নিজস্বতা খ. দেশীয়তা গ. আন্তর্জাতিকতা ঘ. পরনির্ভরশীলতা
১০। সরকারি কাজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ফলে—
i. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে
ii. সরকারি সেবার মান উন্নত হবে
iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
K. i ও ii L. i ও iii গ. ii ও iii N. i, ii ও iii
১১। শিল্পবিপ্লব কবে সংঘটিত হয়েছিল?
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশ শতাব্দীর শেষে ঘ. বিংশ শতাব্দীতে
১২। ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?
ক. যারা ঘরে বসে থাকবে
খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে
১৩। মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?
ক. যন্ত্রের ওপর খ. ইচ্ছার ওপর গ. জ্ঞানের ওপর ঘ. তথ্যের ওপর
১৪। জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি
সবচেয়ে জরুরি?
ক. সৃজনশীলতা খ. বিপ্লব করার ক্ষমতা
গ. চিন্তাভাবনা ঘ. তথ্য এবং যোগাযোগপ্রযুক্তিতে পারদর্শিতা
১৫। মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে—
i. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে
ii. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে iii. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
K. i ও ii L. i ও iii গ. ii ও iii N. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-১
১. গ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ক