অধ্যায় ১
১. কোন আবিষ্কারের ফলে তথ্যবিনিময় একটি নতুন জগতে পা দিয়েছিল?
ক. কম্পিউটার
খ. অপটিক্যাল ফাইবার
গ. ল্যান্ডফোন
ঘ. মোবাইল ফোন
২. কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
৩. এটিএম কার্ডের ব্যবহারের ক্ষেত্র কোনটি?
ক. প্রচার ও গণমাধ্যম
খ. প্রকাশনা
গ. বিনোদন
ঘ. ব্যাংকিং
৪. যোগাযোগ সহজ করার জন্য ব্যবহৃত হচ্ছে—
ক. ডিজিটাল ক্যামেরা
খ. সিসিটিভি
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. অনলাইন সংবাদমাধ্যম
৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো—
i. নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
ii. পৃথিবীর যেকোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা
iii. তথ্যবিনিময়ের অবারিত সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. তাসলিমা চৌধুরীর ভর্তির সময় আবেদনপত্রে দেওয়া নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদিকে কী বলা হয়?
ক. তথ্য খ. ঘটনা
গ. উপাত্ত ঘ. প্রেক্ষাপট
৭. ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে তাসলিমা চৌধুরী কোনটি ব্যবহার করবেন?
ক. সাধারণ চেক খ. ব্যাংক ড্রাফট
গ. এটিএম কার্ড ঘ. MICR চেক
৮. আমাদের দেশের কৃষকেরা তাঁদের সমস্যায় তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারেন কোন প্রযুক্তিতে?
ক. রেডিও খ. মোবাইল
গ. ল্যান্ডফোন ঘ. টেলিভিশন
৯. পরীক্ষার ফলাফল জানতে কিসের মাধ্যমে SMS করা যায়?
ক. কম্পিউটার খ. রেডিও
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল
১০. স্ট্রবেরির মতো বিদেশি ফল চাষের সঠিক তথ্য জানার জন্য উত্তম মাধ্যম কোনটি?
ক. কম্পিউটার খ. টেলিভিশন
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল
১১. বাংলাদেশের টেলিভিশনের কোন অনুষ্ঠান দেখে মাজহারুল ইসলাম স্ট্রবেরি চাষে উত্সাহিত হন?
ক. মাটি ও মানুষ খ. ইত্যাদি
গ. কৃষি দিবানিশি ঘ. বাংলার মাটি
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল