অধ্যায় ৩
প্রশ্ন: পানিদূষণের প্রধান কারণগুলো লেখো।
উত্তর: পানিদূষণের প্রধান কারণগুলো হলো—
১. পুকুর বা নদীর পানিতে বাসনকোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা, গরু-মহিষ গোসল করানো, পাট পচানো, পায়খানা-প্রস্রাব করা, প্রাণীর মৃতদেহ ফেলা।
২. রোগীর মলমূত্র, বিছানাপত্র ও জামাকাপড় পুকুর, খালবিলে ধোয়া।
৩. কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেলা।
৪. কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহার করলে তা বৃষ্টির পানিতে ধুয়ে খাল-বিল-নদীর পানি দূষিত করে।
৫. বন্যা ও জলোচ্ছ্বাসের সময় গ্রাম ও শহর অঞ্চল পানিতে ডুবে যায়। এতে মানুষ ও গৃহপালিত পশুপাখির মলমূত্র পানিতে মিশে পানি দূষিত করে।
এ ছাড়া প্রাকৃতিক কারণে আর্সেনিক দূষণ হয়ে থাকে।
প্রশ্ন: পানিদূষণ কীভাবে রোধ করা যায়?
উত্তর: যেসব কারণে পানি দূষিত হয় সেসব কারণ সম্পর্কে সচেতন থাকলে পানিদূষণ রোধ করা অনেকটা সহজ হয়।
১. পুকুরের পাড়ে বা খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ করতে হবে।
২. ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে গর্ত করে মাটিচাপা দিতে হবে।
৩. অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে।
৪. পয়োনিষ্কাশনব্যবস্থা উন্নত করতে হবে।
৫. কলকারখানার বর্জ্য পরিকল্পিত উপায়ে পরিশোধিত করতে হবে।
*পারভীন সুলতানা, সহকারী শিক্ষক, মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা