পদার্থবিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

৩১. ভেক্টর রাশি হলো—

i. ওজন

ii. অভিকর্ষক ত্বরণ

iii. চৌম্বক প্রাবল্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. একটি বস্তু একটি স্থান থেকে 4m সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে 3m দূরত্ব অতিক্রম করল। বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত মিটার?

ক.1 খ. 2

গ. 5 ঘ. 7

৩৩. 10m ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি ব্যক্তি 5 পাক সম্পূর্ণ ঘুরল। ওই ব্যক্তির সরণ কত?

ক. 0m খ. 3.14m

গ. 50m ঘ. 314

৩৪. সময়ের সঙ্গে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?

ক. দ্রুতি খ. দূরত্ব

গ. বেগ ঘ. ত্বরণ

৩৫. কোনো বস্তুর বেগ 20ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 3s পরে 5 ms-1 হলে ত্বরণের মান কত ms-2 হবে?

ক. 3 খ. 3.4

গ. 5 ঘ. 15

৩৬. নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?

ক. স্থির অবস্থান থেকে পড়া

খ. বেগ সময়ের সমানুপাতিক

গ. বায়ু অপরিহার্য

ঘ. দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১. ঘ ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. গ ৩৬. ক