default-image

অধ্যায় ২

১৬. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের—

ক. সমানুপাতিক

খ. ব্যস্তানুপাতিক

গ. বর্গের সমানুপাতিক

ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

১৭. বেগ-সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?

ক. বেগ খ. সরণ

গ. বল ঘ. ত্বরণ

১৮. ভূমি ত্যাগ করার আগে স্থির অবস্থান থেকে 10 ms-2 সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 km দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে?

ক. 10 s খ. 15 s

গ. 20 s ঘ. 400 s

বিজ্ঞাপন

১৯. নিচের কোন রাশির মাত্রা ও একক একই নয়?

ক. সরণ ও দূরত্ব খ. বেগ ও দ্রুতি

গ. বেগ ও ত্বরণ ঘ. ত্বরণ ও স্পন্দন

২০. ভূপৃষ্ঠে বিনা বাধায় মুক্তভাবে একটি পড়ন্ত বস্ত্ত সেকেন্ডে 4 m দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?

ক. 20 m খ. 25 m

গ. 75 m ঘ.100 m

২১. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি?

ক. রৈখিক খ. পর্যায়বৃত্ত

গ. ঘূর্ণন ঘ. চলন

২২. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?

ক. বেগ খ. দ্রুতি

গ. দূরত্ব ঘ. ত্বরণ

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. খ ২২. খ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন