অধ্যায় ৪
৯. নবায়নযোগ্য শক্তি হচ্ছে—
i. বায়োগ্যাস
ii. জোয়ার-ভাটা
iii. ভূ-তাপীয় শক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. ইউরেনিয়াম 235-এ কয়টি প্রোটন বিদ্যমান?
ক. 235 খ. 143
গ. 92 ঘ.11
১১. গাছের পাতা ও কাণ্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কিসে পরিণত হয়?
ক. কয়লা খ. লোহা
গ. পেট্রোলিয়াম ঘ. প্রাকৃতিক গ্যাস
১২. পরিমাণের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তির রূপান্তর ঘটে কোন শক্তি থেকে?
ক. তড়িৎশক্তি
খ. তাপশক্তি
গ. রাসায়নিক শক্তি
ঘ. যান্ত্রিক শক্তি
১৩. 4 kg ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ২০ মিটার ওপরে তুললে বিভব শক্তি কত হবে?
ক. 5J খ. 80J
গ. 784J ঘ. 33.8J
১৪. অলিয়াম শব্দের অর্থ কী?
ক. তেল খ. গ্যাস
গ. পাথর ঘ. তরল
১৫. ক্ষমতার মাত্রা কত?
ক. ML2T3 খ. ML2T2
গ. ML2T-3 ঘ. ML2T-2
১৬. কর্মদক্ষতার একক কী?
ক. ওয়াট খ. জুল
গ. নিউটন ঘ. নেই
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৯. ঘ ১০. গ ১১. ক ১২. খ ১৩. গ
১৪. ক ১৫. গ ১৬. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল