default-image

অধ্যায় ৪

নিচের তথ্যের আলোকে ১৭-১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি 2০N ওজনের বস্তুকে 5m উচ্চতায় ওঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হলো। এটি 120J তড়িৎশক্তি ব্যবহার করে।

১৭. ব্যয়িত শক্তি কত?

ক. 4J খ. 20J

গ.100J ঘ.25J

১৮. অপচয়কৃত শক্তি কত?

ক. 5J খ. 20J

গ. 15J ঘ. 100J

১৯. কর্মদক্ষতা কত?

ক. 83.33% খ. 16.67%

গ. 20% ঘ. 120%

২০. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট?

ক. 764 খ. 476

গ. 746 ঘ. 467

বিজ্ঞাপন

২১. 60kg ভরের একজন দৌড়বিদের বেগ

7ms-1 হলে, গতিশক্তি কত জুল?

ক. 100 খ. 1470

গ. 1875 ঘ. 1911

২২. বিভব শক্তির একক কী?

ক. জুল খ. ওয়াট

গ. প্যাসকেল ঘ. নিউটন

২৩. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

ক. ইথেন খ. অকটেন

গ. বিউটেন ঘ. মিথেন

২৪. 40kg ভরের এক বালক 12s-16m উঁচু সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ওয়াট?

ক.20 খ. 32.66 গ. 196 ঘ. 784

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. গ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. গ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন