পাকিস্তানে করোনার দ্বিতীয় ঢেউ, ১০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
করোনা সংক্রমণের কারণে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ হতে শিক্ষার্থীদের দূরে রাখতেই দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
জিও নিউজের খবরে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে গত সোমবার এক সভা করেন পাকিস্তানের শিক্ষামন্ত্রী শাফকাৎ মাহমুদ। সভায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সপ্তাহে এক বা দুই দিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার সুযোগও রাখা হয়। আজ বৃহস্পতিবার থেকে এ ঘোষণা কার্যকর হবে। পাশাপাশি ২৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। এর পরদিন (২৫ ডিসেম্বর) থেকে শীতের ছুটি শুরু হবে। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
পরে শিক্ষামন্ত্রী শাফকাৎ মাহমুদ সংবাদ সম্মেলনে বলেন, স্কুল খুলছে না। শিক্ষার্থীরা আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ঘরেই শিক্ষা নেবে। এরপর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শীতের ছুটি চলবে। বাড়ি থেকে শিক্ষা নেওয়ার সময় শিক্ষার্থীদের ওপর উপস্থিতির চাপ থাকছে না।