ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় কয়েকটি বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং কিছু বৃত্তি প্রদানের ঘোষণা করেছে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ভূগোল, ইতিহাস, মালে ল্যাংগুয়েজ অ্যান্ড লিংগুইস্টিকস, মালে লিটারেচার, সমাজবিজ্ঞান/নৃবিজ্ঞান, ইংরেজিতে পিএইচডির সুযোগ রয়েছে। বিজ্ঞান অনুষদের অধীনে সব ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি প্রদানের ঘোষণা করেছে। বিশেষ করে পেট্রোলিয়াম জিওসায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, গণিত, পদার্থ, কম্পিউটার, রোবটিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, অলটারনেটিভ/রিনিউএবেল অ্যানার্জি, অ্যাগ্রো টেকনোলজি এবং ফুড সিকিউরিটি বিষয়ে গুরুত্ব প্রদান করা হবে। সুলতান হাসনাল বলখিয়াহ্ ইনস্টিটিউট অব এডুকেশনে পিএইচডি ইন এডুকেশনের সব ক্ষেত্রে ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে। বাণিজ্য, অর্থনীতি ও পলিসি স্টাডিজ অনুষদ অর্থনীতি, পাবলিক পলিসি/সোশ্যাল পলিসি ও ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে। একাডেমি অব ব্রুনাই স্টাডিজ পিএইচডি ইন ব্রুনাই স্টাডিজ ও আসিয়ান স্টাডিজের ওপর পিএইচডি ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে। ইনস্টিটিউট অব মেডিসিন সব ক্ষেত্রে পিএইচডি বিশেষ করে মেডিসিন, বায়োমেডিকেল সায়েন্স, নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে পিএইচডি প্রদানের ঘোষণা করেছে। ল্যাংগুয়েজ সেন্টার পিএইচডি ইন ল্যাংগুয়েজ অথবা কমিউনিকেশন এবং ফরেন লংগুয়েজ স্টাডিজের ওপর পিএইচডি প্রদানের ঘোষণা করেছে। কুল্লা বিলালং ফিল্ড স্টাডিজ সেন্টার সব ক্ষেত্রে পিএইচডি প্রদানের ঘোষণা করেছে। এসব বৃত্তি ও পিএইচডির যাবতীয় তথ্য ওয়েবসাইট www.ubd.edu.bn ও ই-মেইল ঠিকানা [email protected] থেকে পাওয়া যাবে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের সরাসরি ওই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে।