অধ্যায় ১
৪৪. ‘রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে সৃষ্টি হয়নি।’ এটি কোন মতবাদের মূল বক্তব্য?
ক. সামাজিক চুক্তি খ. ঐশী
গ. বল প্রয়োগ ঘ. ঐতিহাসিক
১৮. বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারের প্রকার হলো—
i. পিতৃতান্ত্রিক ii. মাতৃতান্ত্রিক
iii. বহুপত্নীক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. পরিবারের শ্রেণিবিভাগ করা হয় যে নীতির ভিত্তিতে—
i. বংশগণনা ও নেতৃত্ব
ii. পারিবারিক কাঠামো
iii. বৈবাহিক সূত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোনটি শাশ্বত বিদ্যালয়?
ক. সমাজ খ. পরিবার
গ. কলেজ ঘ. স্কুল
২১. পরিবারের সদস্যদের সঙ্গে গল্পগুজব করা পরিবারের কোন ধরনের কাজ?
ক. রাজনৈতিক খ. মনস্তাত্ত্বিক
গ. বিনোদনমূলক ঘ. শিক্ষামূলক
২২. সন্তান-সন্ততি জন্মদান ও লালন–পালন করা পরিবারের কোন ধরনের কাজ?
ক. মনস্তাত্ত্বিক খ. জৈবিক
গ. শিক্ষামূলক ঘ. রাজনৈতিক
২৩. পরিবারের বিনোদনমূলক কাজ হ্রাস পাওয়ার জন্য দায়ী কোনটি?
ক. কর্মব্যস্ততা
খ. বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন
গ. শিক্ষার অগ্রসরতা
ঘ. ধর্মীয় শিক্ষা প্রসারতা
২৪. পরিবারকে কেন্দ্র করে যেসব অর্থনৈতিক কার্য সম্পাদিত হয়—
i. মৎস্য চাষ
ii. কৃষিকাজ
iii. পশুপালন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. পরিবারের জৈবিক কাজ হচ্ছে—
i. সন্তান জন্মদান করা
ii. সন্তান লালন-পালন করা
iii. সন্তানদের কৃষিকাজ শেখানো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. সমাজ গড়ে ওঠে কাদের নিয়ে?
ক. পশুপাখি খ. মানুষ
গ. গাছপালা ঘ. নদীনালা
২৭. মানুষ কোথায় নিজেকে বিকশিত করে?
ক. আন্তর্জাতিক পরিবেশে
খ. সামাজিক পরিবেশে
গ. রাজনৈতিক পরিবেশে
ঘ. অর্থনৈতিক পরিবেশে
২৮. সমাজের সংঘবদ্ধতার ধারণা বিশ্লেষণ করলে এর কয়টি বৈশিষ্ট্য পাওয়া যায়?
ক. দুই খ. চার
গ. তিন ঘ. একটি
২৯. অ্যারিস্টটল মানুষকে কোন দৃষ্টিকোণ থেকে সামাজিক জীব হিসেবে অভিহিত করেছেন?
ক. জন্মগতভাবে খ. প্রকৃতিগতভাবে
গ. স্বভাবগতভাবে ঘ. সামাজিকভাবে
৩০. অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন?
ক. চীনের খ. গ্রিসের
গ. ইংল্যান্ডের ঘ. জাপানের
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. খ
২১. গ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. গ ৩০. খ
শামীমা ইয়াসমিন, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা