default-image

অধ্যায় ১

বর্ণনামূলক প্রশ্ন

প্রশ্ন: খাদ্যশৃঙ্খলে কীভাবে সাপ ও ইগল একই রকম, তা ব্যাখ্যা করো।

উত্তর: সাপ খায় খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণী। আবার ইগল খায় সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য ছোট প্রাণী।

তাই বলা যায়, খাদ্যশৃঙ্খলে সাপ ও ইগল উভয়ই খাদক এবং এরা প্রাণী-জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে। এভাবেই বলা যায় যে খাদ্যশৃঙ্খলে সাপ ও ইগল একই রকম।

প্রশ্ন: জীব কীভাবে বায়ুর ওপর নির্ভরশীল, তা ব্যাখ্যা করো।

উত্তর: বায়ু ছাড়া প্রাণী একমুহূর্ত বাঁচতে পারে না। উদ্ভিদও বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বেঁচে থাকে। পানির জীব ও পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। এভাবেই বলা যায় যে বায়ুর ওপর জীব নির্ভরশীল।

প্রশ্ন: তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন?

উত্তর: বেঁচে থাকার জন্য উদ্ভিদের দরকার মাটি, পানি, বায়ু ও সূর্যের আলো। ঘরের ভেতরে রাখা গাছটি সূর্যের আলো ও পর্যাপ্ত বায়ু পাচ্ছিল না, তাই বন্ধুরা এটিকে জানালার পাশে রাখার পরামর্শ দিল, যাতে গাছটি সূর্যের আলো পায় এবং তাহলে গাছটি সতেজ হয়ে উঠবে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন