default-image

অধ্যায় ১

প্রশ্ন: তুমি কিছু গাছ রোপণ করবে। গাছটি অন্ধকারে রাখলে কী ঘটবে? গাছটিতে পানি না দিলে কী ঘটবে? বালুতে রোপণ করলে কী ঘটবে, লেখো।

উত্তর: উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য মাটি, পানি, বায়ু, সূর্যের আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গাছের বৃদ্ধির জন্য মাটি, পানি, আলো ও বায়ু নিশ্চিত করতে হবে।

১. গাছটি অন্ধকারে রাখলে আলোর অভাবে সালোকসংশ্লেষণ-প্রক্রিয়া ব্যাহত হবে এবং গাছটি খাদ্য তৈরি করতে পারবে না।

২. গাছটিতে পানি না দিলেও গাছ খাদ্য তৈরি করতে পারবে না, ফলে গাছটি মারা যাবে।

৩. গাছটি বালুতে রোপণ করলে, বালু গাছের জন্য পানি সংরক্ষণ করতে পারবে না, বালুতে খনিজ লবণের পরিমাণ কম থাকে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে এবং গাছটি মারা যাবে।

প্রশ্ন: খাদ্যশৃঙ্খল খাদ্যজালের অংশ—বিশ্লেষণ করো।

উত্তর: খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল বিষয় দুটি ওতপ্রোতভাবে জড়িত। অনেকগুলো খাদ্যশৃঙ্খলের সমন্বয়ে গঠিত হয় একটি খাদ্যজাল। খাদ্যজালের খাদ্যশৃঙ্খলসমূহ এক রকম নয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে গড়ে ওঠে ভিন্ন ভিন্ন খাদ্যজাল। যেমন ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ একটি খাদ্যশৃঙ্খল গড়ে উঠতে পারে। একই সময়ে ঘাস, ছাগল, গাছপালা মিলে আরেকটি খাদ্যশৃঙ্খল গড়ে উঠতে পারে। আর এ দুটি খাদ্যশৃঙ্খল মিলে তৈরি হয় খাদ্যজাল। তাই বলা যায়, খাদ্যশৃঙ্খল খাদ্যজালের একটি অংশ মাত্র।

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন