default-image

মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব কর্মসূচি হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

কাল সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা চিঠি পাঠের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করায় এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তবে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর লেখা চিঠিটি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এর আগে মন্ত্রিসভা আজকের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান। এ সময় কোচিং সেন্টারও অবশ্যই বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি আজ বলেন, ছুটির সময় শিক্ষার্থীরা বাড়িতে থাকবে।

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন