ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

১৬. অর্থের সময় অগ্রাধিকারের কারণ—

i. অনিশ্চয়তা ii. মুদ্রাস্ফীতি

iii. বিনিয়োগের সুযোগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. iiও iii ঘ. i, iiও iii

১৭. ব্যাংকে কিসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?

ক. দৈনিক খ. সাপ্তাহিক

গ. মাসিক ঘ. বার্ষিক

১৮. বিধি-৬৯ কখন ব্যবহার করা যাবে?

ক. যখন সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে

খ. যখন সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে

গ. যখন সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে

ঘ. যখন সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে

১৯. অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়?

ক. মুনাফা খ. সুযোগ ব্যয়

গ. দায় ঘ. চলতি ব্যয়

২০. অধিক সুদ প্রদান করা হয় কোন ক্ষেত্রে?

ক. সরল সুদে

খ. বার্ষিক চক্রবৃদ্ধিতে

গ. অবিরত চক্রবৃদ্ধিতে

ঘ. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে

অধ্যায় ৪

১. প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে পার্থক্যকে কী বলা হয়?

ক. অনিশ্চয়তা খ. বিচ্যুতি

গ. আয় ঘ. ব্যয়

২. অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায়, তাকে কী বলা হয়?

ক. আশঙ্কা খ. বিচ্যুতি

গ. আয় ঘ. ঝঁুকি

৩. কৌশল প্রয়োগ করে কোনটি পরিহার করা যায় না?

ক. অনিশ্চয়তা খ. বিচ্যুতি

গ. ঝুঁকি ঘ. খরচ

৪. ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝঁুকির উৎস কয় প্রকার?

ক. ৩ খ. ২

গ. ৪ ঘ. ৫

৫. ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

ক. ব্যবসায়িক খ. আর্থিক

গ. সুদের হার ঘ. তারল্য

৬. সুদের হারের পরিবর্তনের সঙ্গে বিনিয়োগের মূল্য ওঠানামা করাকে কী বলে?

ক. ব্যবসায়িক ঝুঁকি

খ. আর্থিক ঝুঁকি

গ. সুদের হারের ঝুঁকি

ঘ. তারল্য ঝুঁকি

৭. শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে কোন ঝুঁকি তুলনামূলক কম?

ক. ব্যবসায়িক ঝুঁকি

খ. আর্থিক ঝুঁকি

গ. সুদের হারের ঝুঁকি

ঘ. তারল্য ঝুঁকি

৮. পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিলে কোনটি থেকে রক্ষা পাওয়া যায়?

ক. অনিশ্চয়তা খ. বিচ্যুতি

গ. গরমিল ঘ. অপ্রত্যাশিত ক্ষতি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. গ

অধ্যায় ৪: ১. খ ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ঘ