default-image

অধ্যায় ১

২১. কোনটি ব্যবস্থাপকীয় কাজ?

ক. আর্থিক সিদ্ধান্ত খ. মুনাফা বিতরণ

গ. তহবিল সংগ্রহকরণ ঘ. মূলধন সুরক্ষা

২২. কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা

শুরু হয়?

ক. ১৯২০-১৯৩০ খ. ১৯৪০-১৯৫০

গ. ১৯৫০-১৯৬০ ঘ. ১৯৬০-১৯৭০

২৩. মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে নিচের কোনটি মূল্যায়ন করা হয়?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. অনিশ্চয়তা

ঘ. মূলধন কাঠামো

২৪. নিচের কোনটি অর্থায়নের নীতি নয়?

ক. মুনাফা ও তারল্য নীতি

খ. মুনাফা ও ঝুঁকি নীতি

গ. ঝুঁকি ও তারল্য নীতি

ঘ. পোর্টফোলিও নীতি

বিজ্ঞাপন

২৫. সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ কোন সিদ্ধান্তের অন্তর্ভুক্ত?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. মূলধন কাঠামো

ঘ. লভ্যাংশ সিদ্ধান্ত

২৬. সম্পদের সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী?

ক. চলতি সম্পদ বৃদ্ধি

খ. নিট সম্পদ বৃদ্ধি

গ. স্থায়ী সম্পদ বৃদ্ধি

ঘ. মুনাফা বৃদ্ধি

২৭. অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কী হয়?

ক. তারল্য ঝুঁকি বৃদ্ধি পায়

খ. সুযোগ ব্যয় বৃদ্ধি পায়

গ. মুনাফা বৃদ্ধি পায়

ঘ. উৎপাদন বিঘ্নিত হয়

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১. ক ২২. গ ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. খ ২৭. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন