default-image

সততার পুরস্কার

৪২. সততার পুরস্কার গল্পে তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন?

ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়

খ. ছাগলের সংখ্যা বেশি হয়েছিল বলে

গ. ধনসম্পদের দরকার ছিল না বলে

ঘ. দয়ালু ছিলেন বলে

৪৩. টাকওয়ালা লোকটি সবচেয়ে বেশি ভালোবাসে কোন জিনিসটি?

ক. প্রচুর টাকা খ. উর্বর জমি

গ. মাথাভর্তি চুল ঘ. খেজুরের বাগান

৪৪. ফেরেশতা একটি উট চাইলে ধবলরোগী
কী বলল?

ক. উট তো নাই খ. উটের অনেক দাম

গ. উট দেওয়া নিষেধ

ঘ. উট কিনে নাও

৪৫. ফেরেশতা কার দোহাই দিয়ে ছাগল চেয়েছিলেন?

ক. খলিফার খ. রাজার

গ. নিজের ঘ. আল্লাহর

৪৬. ‘তুমি যাহা চাও, লও’—উক্তিটি কার?

ক. ফেরেশতার খ. টাকওয়ালার

গ. ধবলরোগীর ঘ. অন্ধ ব্যক্তির

৪৭. উপযুক্ত আচরণের জন্য আল্লাহ কার ওপর খুশি হয়েছিলেন?

ক. টাকওয়ালার খ. ধবলরোগীর

গ. অন্ধ ব্যক্তির ঘ. ফেরেশতার

৪৮. ‘সততার পুরস্কার’ গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা পরিচয় দিতে পারব—

i. সততার

ii. সাহসিকতার

iii. নৈতিক মূল্যবোধের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

বিজ্ঞাপন

৪৯. কুষ্ঠরোগে আক্রান্তদের কী বলা হয়?

ক. হাঁপানি রোগী খ. ধবলরোগী

গ. মৃগী রোগী ঘ. অর্শরোগী

৫০. ‘সততার পুরস্কার’ গল্পে মুহম্মদ শহীদুল্লাহ কোন কাহিনি লিপিবদ্ধ করেছেন?

ক. হাদিসের খ. কুরআনের

গ. ইজমার ঘ. কিয়াসের

৫১. ‘সততার পুরস্কার’ গল্প পাঠে শিক্ষার্থী কিসের পরিচয় দিতে পারবে?

ক. ধর্মীয় বিশ্বাসের

খ. ইহুদি লোকের

গ. মূল্যবোধের

ঘ. অকৃতজ্ঞদের

৫২. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন?

ক. হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

খ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

গ. সোরবন বিশ্ববিদ্যালয়

ঘ. কলকাতা বিশ্ববিদ্যালয়

৫৩. মানুষ কেন ফেরেশতাদের দেখতে পায় না?

ক. বিদ্যুতের তৈরি বলে

খ. নূরের তৈরি বলে

গ. বাতাসের তৈরি বলে

ঘ. পানির তৈরি বলে

৫৪. ধবলরোগীকে সকলে কেমন দৃষ্টিতে দেখত?

ক. শ্রদ্ধার খ. সন্মানের

গ. ঘৃণার ঘ. স্নেহের

৫৫. স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়ে কী বললেন?

ক. তোমার চোখ এমন কেন?

খ. তুমি কি দেখতে পাও না?

গ. কী তুমি সবচেয়ে ভালোবাস?

ঘ. তোমার চোখ কীভাবে নষ্ট হলো?

৫৬. ইচ্ছামতো জিনিস নেওয়ার জন্য পূর্বের অন্ধ ব্যক্তি ফেরেশতাকে কার কসম দিয়েছিল?

ক. মায়ের খ. আল্লাহর

গ. সুলতানের ঘ. নিজের

৫৭. প্রথম ইহুদির মনে দুঃখ ছিল, কারণ—

i. তার সর্বাঙ্গে ধবল রোগ

ii. সবাই তাকে ঘৃণা করে

iii. তার অর্থসম্পদ কম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

সততার পুরস্কার: ৪২. ক ৪৩. গ ৪৪. খ ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. গ ৪৮. খ ৪৯. খ ৫০. গ ৫১. খ

৫২. ঘ ৫৩. খ ৫৪. গ ৫৫. গ ৫৬. খ ৫৭. ক

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন