অধ্যায় ৪
২৫. বাংলাদেশের কোন জেলায় পানামনগর অবস্থিত?
ক. গাজীপুরে
খ. ভাওয়ালে
গ. মধুপুরে
ঘ. সোনারগাঁয়ে
২৬. পানামনগরের অধিবাসীরা নগরের চারদিকে পরিখা খনন করেছিল কেন?
ক. এলাকার নিরাপত্তার জন্য
খ. শত্রুর মোকাবিলা করার জন্য
গ. মাছ চাষের জন্য
ঘ. পানি সরবরাহের জন্য
২৭. মোঘল আমলে সোনারগাঁয়ের গুরুত্ব কমে যায় কেন?
ক. ঢাকা রাজধানী হওয়ায়
খ. ধনী লোকদের বসবাস কমে যাওয়ায়
গ. এখানে প্রাকৃতিক দুর্যোগ বেশি হওয়ায়
ঘ. একপ্রান্তে অবস্থিত হওয়ায়
২৮. সরদার বাড়ি নির্মিত হয় কত সালে?
ক. ১৯০০ সালে
খ. ১৯০১ সালে
গ. ১৯০২ সালে
ঘ. ১৯০৩ সালে
২৯. সেন্ট টমাস অ্যাংলিকান চার্চ ও হলিক্রস চার্চ নির্মিত হয় কোন শতকে?
ক. সতের শতকে
খ. আঠারো শতকে
গ. উনিশ শতকে
ঘ. উনিশ শতকে
৩০. হরনাথ ঘোষ রোড মসজিদটি পুরান ঢাকার কোথায় অবস্থিত?
ক. সূত্রাপুরে
খ. লালবাগে
গ. লক্ষ্মীবাজারে
ঘ. আমিনবাজারে
৩১. ঢাকার সবচেয়ে পুরোনো গির্জা কোনটি?
ক. আর্মেনিয়ান গির্জা
খ. হলিক্রস গির্জা
গ. সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা
ঘ. সেন্ট যোসেফ গির্জা
৩২. আর্মেনিয়ান চার্চ ঢাকার কোথায়
অবস্থিত?
ক. সূত্রাপুরে
খ. লালবাগে
গ. আরমানিটোলায়
ঘ. লক্ষ্মীবাজারে
৩৩. বাংলাদেশে আর্মেনিয়ান চার্চ তৈরি হয় কত সালে?
ক. ১৭৮০ সালে
খ. ১৭৮১ সালে
গ. ১৭৮২ সালে
ঘ. ১৭৮৩ সালে
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২৫. ঘ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. গ ৩৩. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা