অধ্যায় ৫
১. একজন মানুষের সামাজিকীরণের প্রথম ও প্রধান বাহন কোনটি?
ক. বন্ধুবান্ধব খ. মা-বাবা
গ. পরিবার ঘ. সমাজ
২. কোনটি মানুষের সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জাগিয়ে তুলে সহনশীল হতে শেখায়?
ক. পরিবার খ. সমাজ
গ. রাষ্ট্র ঘ. সংগঠন
৩. একজন অন্যজনের কাজ, আচরণ হুবহু নকল করে তাকে কী বলে?
ক. অনুসরণ খ. অনুকরণ
গ. অভিভাবন ঘ. প্রভবাক
৪. অভিভাবন কী?
ক. একধরনের পাঠ
খ. একধরনের যোগাযোগমাধ্যম
গ. একধরনের সামাজিকীকরণ
ঘ. একধরনের অংশগ্রহণ
৫. বাংলাদেশের শতকরা কত ভাগ লোক গ্রামে বাস করে?
ক. ৬৫ খ. ৭৫
গ. ৮৫ ঘ. ৯০
৬. শহরের অধিকাংশ শিশু কোন পরিবারে বেড়ে ওঠে?
ক. একক খ. যৌথ
গ. মিশ্র ঘ. মাতৃতান্ত্রিক
৭. স্থানীয় সমাজ বলতে কী বোঝায়?
ক. পাহাড়ি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
খ. নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
গ. গারোদের নিজস্ব সমাজ
ঘ. নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী
৮. শহরের মানুষের মধ্যে কোনটি সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখে?
ক. বইপত্র খ. গণমাধ্যম
গ. পরিবার ঘ. বিদ্যালয়
৯. বর্তমানে জীবনযাপনে শিক্ষা-সংস্কৃতি ক্ষেত্রে কিসের প্রভাব দেখা যায়?
ক. উন্নয়নের খ. বিশ্বায়নের
গ. চিন্তাচেতনার ঘ. পরিবর্তনের
১০. বিশ্বায়নের ফলে সারা বিশ্ব এখন কিসে রূপান্তরিত হয়েছে?
ক. অর্থনৈতিক উন্নয়নে
খ. বিশ্ব পল্লিতে
গ. সাংস্কৃতিক উন্নয়ন
ঘ. উন্নত পৃথিবীতে
১১. শৈশবে শিশুর কাছে কার আকর্ষণ অপ্রতিরোধ্য?
ক. বোনের খ. ভাইয়ের
গ. বন্ধুর ঘ. বাবার
১২. শিশুরা সঙ্গী–সাথিদের মাধ্যমে কোনটি অর্জন করতে পারে?
ক. সহমর্মিতা ও নেতৃত্ব
খ. সহযোগিতা ও প্রজ্ঞা
গ. সহনশীলতা ও ধনসম্পদ
ঘ. নেতৃত্ব ও দূরদর্শিতা
১৩. কোনটি পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার অপূর্ব সুযোগ তৈরি করে দেয়?
ক. রেডিও খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. টেলিভিশন ঘ. চলচ্চিত্র
১৪. মানুষকে সচেতন ও সংগঠিত করার কাজটি কে করে থাকে?
ক. শিক্ষাপ্রতিষ্ঠান খ. স্থানীয় সমাজ
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান
ঘ. সংবাদপত্র
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১. গ ২. ঘ. ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. খ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. গ
মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা