অধ্যায় ৩
৬৫. বেশির ভাগ ভাইরাস কার্যকরী ফাইলকে
কী করে?
ক. সংক্রমিত করে
খ. মান বজায় রাখে
গ. সঠিকভাবে সাজিয়ে রাখে
ঘ. দীর্ঘস্থায়ী করে
৬৬. কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার?
ক. নরটন খ. নটন
গ. লটকন ঘ. মালটা
৬৭. কম্পিউটারের ক্ষেত্রে প্যান্ডা কী?
ক. প্রাণী খ. অ্যান্টিভাইরাস
গ. ভাইরাস ঘ. সফটওয়্যার
৬৮. অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মধ্যে জনপ্রিয়—
i. অ্যাভাস্ট, প্যান্ডা
ii. নরটন, ক্যাসপারেস্কি
iii. মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৯. ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা করতে পারে—
i. অ্যান্টিভাইরাস
ii. ফায়ারওয়াল
iii. অ্যান্টিম্যালওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭০. ওয়েবসাইটে দেওয়া কোনো ব্যক্তির পরিচয়কে কী বলে?
ক. অনলাইন পরিচয়
খ. মোবাইল পরিচয়
গ. ব্যক্তিপরিচয়
ঘ. ওয়েব পরিচয়
৭১. দিন দিন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কী হচ্ছে?
ক. হ্রাস পাচ্ছে খ.বিশৃঙ্খল হচ্ছে
গ. জটিল যাচ্ছে ঘ. বৃদ্ধি পাচ্ছে
৭২. অনলাইনে ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করতে—
i. ছদ্মনাম ব্যবহার করেন
ii. প্রকৃত নাম ব্যবহার করেন
iii. প্রকৃত বা ছদ্ম কোনো পরিচয় দেন না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. অনলাইনে ব্যক্তির পরিচিতির জন্য প্রয়োজন—
i. সামাজিক যোগাযোগের সাইটে তাঁর প্রোফাইলের নাম
ii. তাঁর বাসার ঠিকানা
iii. ই-মেইল ঠিকানা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৪. নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেটওয়ার্কে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়?
ক. পাসওয়ার্ড খ. কপিরাইট
গ. তথ্য আইন ঘ. স্প্যাম
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৬৫. ক ৬৬. ক ৬৭. খ ৬৮. ঘ ৬৯. ঘ ৭০. ক ৭১. ঘ ৭২. ঘ ৭৩. খ ৭৪. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার
সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা