অধ্যায় ১
১. নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?
ক. স্পাইলিয়াম খ. আদিকোষ
গ. কক্কাস ঘ. ব্যাসিলাস
২. প্রোটোজোয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
ক. অ্যাক্যারিওটা
খ. ইউক্যারিওটা
গ. প্রোক্যারিওটা
ঘ. অ্যানিমেলিয়া
৩. নিচের কোন রাজ্যের অণুজীব প্রকৃতকোষী?
ক. প্রোক্যারিওটা
খ. অ্যাক্যারিওটা
গ. ইউক্যারিওটা
ঘ. প্রোক্যারিওটা ও অ্যাক্যারিওটা
৪. নিম্নশ্রেণির জীব কোনটি?
ক. মানুষ খ. ছত্রাক
গ. প্রজাপতি ঘ. আমগাছ
৫. আদিকোষী কোনটি?
ক. ব্যাকটেরিয়া খ. লাইকেন
গ. শৈবাল ঘ. ভাইরাস
৬. ব্যাকটেরিয়াকে আদিকোষ বলা হয় কেন?
ক. নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত হওয়ায়
খ. সুগঠিত কেন্দ্রিকা না থাকায়
গ. সাইটোপ্লাজম থাকায়
ঘ. অকোষীয় অণুজীব হওয়ায়
৭. নিম্নশ্রেণির জীব হলো—
i. শৈবাল
ii. ছত্রাক
iii. আমগাছ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. অ্যাক্যারিওটা রাজ্যের অণুজীবের বৈশিষ্ট্য হলো—
i. এরা অকোষীয়
ii. এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়
iii. কেন্দ্রিকা সুগঠিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. প্রকৃতকোষী জীবের উদাহরণ হলো—
i. শৈবাল
ii. ভাইরাস
iii. প্রোটোজোয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না—
i. ব্যাকটেরিয়া
ii. ভাইরাস
iii. শৈবাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. গ ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. ক ৯. খ ১০. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল