default-image

অধ্যায় ১

২৪. কোনটির কোষে সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত?

ক. প্রোটোজোয়া খ. ব্যাকটেরিয়া

গ. শৈবাল ঘ. ছত্রাক

২৫. কক্কাস জাতীয় ব্যাকটেরিয়ার আকৃতি কেমন?

ক. গোলাকার খ. দণ্ডাকার

গ. কমার মতো ঘ. পেঁচানো

২৬. ভাইরাস শব্দের অর্থ কী?

ক. ঘাতক খ. ধ্বংস

গ. বিষ ঘ. আমাশয়

বিজ্ঞাপন

২৭. ব্যাসিলাস ব্যাকটরিয়া কোন আকারের?

ক. গোলাকার খ. লম্বা দণ্ডাকার

গ. কমার মতো ঘ. পেঁচানো

২৮. ব্যাসিলাস ব্যাকটেরিয়া কোন রোগ সৃষ্টি করে?

ক. রক্ত আমাশয় খ. হাম

গ. সর্দি ঘ. টাইফয়েড

২৯. মানুষের কলেরা রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?

ক. কক্কাস খ. ব্যাসিলাস

গ. কমা ঘ. স্পাইরিলাম

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৪. খ ২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. ক ২৯. গ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন