অধ্যায় ১
৩০. পেঁচােনা আকৃতির ব্যাকটেরিয়াকে কী বলে?
ক. কক্কাস খ. ব্যাসিলাস
গ. কমা ঘ. স্পাইরিলাম
৩১. ব্যাকটেরিয়ার সাহায্যে প্রস্তুত খাবার কোনটি?
ক. চা খ. কফি
গ. মিষ্টি ঘ. দই
৩২. মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে কোনটি?
ক. ভাইরাস খ. শৈবাল
গ. ব্যাকটেরিয়া ছ. ছত্রাক
৩৩. ভাইরাসের বৈশিষ্ট্য হলো—
i. এরা অকোষীয়
ii. এদের কোষপ্রাচীর নেই
iii. কোষ অতি আণুবীক্ষণিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. মানবদেহে ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হলো—
i. বসন্ত ii. হাম iii. সর্দি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. লম্বা দণ্ডের ন্যায় আকৃতিবিশিষ্ট ব্যাকটেরিয়া দিয়ে সৃষ্টি হয়—
i. কলেরা ii. ধনুষ্টংকার
iii. রক্ত আমাশয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. অন্তঃপরজীবী হিসেবে বাস করে—
i. ব্যাকটেরিয়া ii. ভাইরাস
iii. উকুন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. কক্কাস ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো—
i. এরা এককভাবে থাকতে পারে
ii. এরা দলবদ্ধভাবে থাকতে পারে
iii. এরা গোলাকার আকৃতি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. সামুদ্রিক শৈবাল থেকে পাওয়া যায়—
i. কপার লবণ
ii. আয়োডিন লবণ
iii. পটাশিয়াম লবণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব—
i. পাউরুটি ফোলাতে ছত্রাক ব্যবহার করা হয়
ii. পেনিসিলিনসহ বহু মূল্যবান ওষুধ ছত্রাক থেকে পাওয়া যায়
iii. সবজিবর্ধক আরগট মিক্সচার ছত্রাক থেকে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ৩০. ঘ ৩১. ঘ ৩২. গ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. গ ৩৯. ক ৪০. ঘ
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা