default-image

লখার একুশে

২৮. ফেব্রুয়ারি মাসের কত তারিখ ভাষা আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালায়?

ক. ১৯ খ. ২০ গ. ২১ ঘ. ২২

২৯. কেন্দ্রীয় শহিদ মিনার কোথায়?

ক. ময়মনসিংহে খ. সাভারে

গ. চট্টগ্রামে ঘ. ঢাকায়

৩০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’—এখানে কাদের কথা বলা হয়েছে?

ক. ভাষাশহিদদের খ. পাকিস্তানিদের

গ. ছাত্রদের ঘ. বিদেশিদের

বিজ্ঞাপন

৩১. লখা শহিদ মিনারে কী করতে গিয়েছিল?

ক. খাবার খেতে

খ. গুলি খেলতে

গ. কাগজ কুড়াতে

ঘ. শ্রদ্ধা নিবেদন করতে

৩২. গর্বে লখার বুক ফুলে ওঠে কেন?

ক. ফুলগুলো তুলে আনতে পারায়

খ. বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়ায়

গ. শহিদ মিনারে ফুল দিতে পারায়

ঘ. মিছিলে অংশ নেওয়ায়

৩৩. বাঙালির গর্বের উচ্চারণ কোনটি?

ক. মায়ের ভাষা বাংলা চাই

খ. রাষ্ট্রভাষা বাংলা চাই

গ. বাবার ভাষা বাংলা চাই

ঘ. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

সঠিক উত্তর

লখার একুশে: ২৮. গ ২৯. ঘ ৩০. ক ৩১. ঘ ৩২. ক ৩৩. ঘ.

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন