অধ্যায় ১
৪১. ঈস্ট ব্যবহৃত হয়—
i. পাউরুটি তৈরিতে
ii. ভিটামিনসমৃদ্ধ ট্যাবলেট হিসেবে
iii. আবর্জনা পচাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. মানুষের শরীর ছত্রাকের দ্বারা আক্রান্ত রোগ—
i. হাম
ii. দাদ
iii. ছুলি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. প্রোটিস্টা রাজ্যের এককোষী আণুবীক্ষণিক প্রাণীদের—
i. ক্ষণপদ তৈরি হয় না
ii. প্রয়োজনে আকার পরিবর্তিত হয়
iii. দেহ পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঢাকা থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. ক্ষণপদের সাহায্যে অ্যামিবা—
i. খাদ্য গ্রহণ করে
ii. বংশবৃদ্ধি করে
iii. চলাচল করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৫. অ্যান্টামিবা মানবদেহের কোন অঙ্গে বাস করে?
ক. পাকস্থলীতে খ. বৃহদান্ত্রে
গ. ক্ষুদ্রান্ত্রে ঘ. যকৃতে
৪৬. এমিবিক কী?
ক. ভাইরাস খ. ছত্রাক
গ. আমাশয় ঘ. প্রতিষেধক
৪৭. প্রতিকূল পরিবেশে অ্যান্টামিবা কীভাবে জীবন রক্ষা করে?
ক. সিস্ট গঠন করে
খ. নিজেকে গুটিয়ে
গ.অন্য জীবে আশ্রয় নিয়ে
ঘ. খাদ্য না খেয়ে
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১. ক ৪২. গ ৪৩. গ ৪৪. খ ৪৫. খ
৪৬. গ ৪৭. ক