জন্মভূমি
৩৯. কী দেখে কবির চোখ জুড়াল?
ক. বাংলার রূপ খ. মায়ের মুখ
গ. সবুজ গাছ ঘ. জন্মভূমির আলো
৪০. রবীন্দ্রনাথের গল্প সংকলনের নাম কী?
ক. গল্পের আসর খ. গল্পগাথা
গ. গল্পগুচ্ছ ঘ. গল্পের ঝুলি
৪১. ‘বিসর্জন’ রবীন্দ্রনাথের কী ধরনের রচনা?
ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস
গ. গল্প ঘ. নাটক
৪২. ‘সার্থক’ শব্দের অর্থ কী?
ক. অনাবিল খ. সফল
গ. সাথি ঘ. বাহক
৪৩. ‘জনম’ শব্দের অর্থ কী?
ক. জনমানব খ. স্বাবলম্বী
গ. জন্ম ঘ. জ্ঞান
৪৪. ‘ভকতি’ শব্দের অর্থ কী?
ক. আলো খ. দর্পণ
গ. জ্ঞান ঘ. শ্রদ্ধা
৪৫. কবি জন্মভূমিকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. বোনের সঙ্গে খ. প্রেয়সীর সঙ্গে
গ. মায়ের সঙ্গে ঘ. পিতার সঙ্গে
৪৬. দেশের মাটিতেই কবি চিরনিদ্রায় শায়িত হতে চান কেন?
ক. দেশের মাটি উর্বর বলে
খ. কবির সামর্থ্য নেই বলে
গ. বিদেশে যাওয়া হবে না বলে
ঘ. দেশকে মায়ের মতো ভালোবাসেন বলে
৪৭. জন্মভূমির ধন-রত্ন নিয়ে কবি ভাবতে চান না কেন?
ক. কবির অনেক ধন-রত্ন আছে বলে
খ. কবির সময় নেই বলে
গ. সেগুলো পাবেন না বলে
ঘ. জন্মভূমি সবকিছুর ঊর্ধ্বে বলে
৪৮. কবির অঙ্গ জুড়ায় কিসে?
ক. দখিনা বাতাসে
খ. জন্মভূমির ছায়ায়
গ. শীতল জলে
ঘ. পুবালী বাতাসে
৪৯. জন্মভূমি ধন-রত্নে পূর্ণ না থাকলে দেশপ্রেমিকের কোন অনুভূতি হয়?
ক. অতৃপ্তিবোধ তৈরি হয়
খ. কিছু আসে-যায় না
গ. বিদেশের প্রতি আগ্রহ জাগে
ঘ. খারাপ লাগে
সুখ
১. কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৬৩ খ. ১৮৬৪
গ. ১৮৬৫ ঘ. ১৮৬৬
২. কামিনী রায় কত সালে মারা যান?
ক. ১৯২৩ খ. ১৯৩৩
গ. ১৯৪৩ ঘ. ১৯৫৩
৩. আমাদের সকলের কী হওয়া উচিত?
ক. স্বার্থপর খ. আত্মত্যাগী
গ. ভোগবাদী ঘ. আত্মকেন্দ্রিক
সঠিক উত্তর
জন্মভূমি: ৩৯. ঘ ৪০. গ ৪১. ঘ ৪২. খ ৪৩. গ ৪৪. ঘ ৪৫. গ ৪৬. ঘ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. খ
সুখ: ১. খ ২. খ ৩. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল