সুখ
৪. কবির মতে, এ পৃথিবীতে মানুষের আগমনের হেতু কী?
ক. নিজেকে নিয়ে ব্যস্ত থাকা
খ. আত্মোন্নয়নে কাজ করা
গ. অন্যের স্বার্থসিদ্ধির ব্যবস্থা করা
ঘ. পরের কল্যাণে আত্মনিবেদন করা
৫. প্রকৃত সুখ অর্জন করা যায়—
i. অন্যকে ভালোবেসে
ii. সমাজের কল্যাণ করে
iii. সকলের সেবা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ‘সুখ সুখ’ করে কেঁদে হৃদয় ভার বাড়বে না, যদি—
i. জীবনসংগ্রামে জয়ী হওয়া যায়
ii. পরোপকারের চেষ্টা না করে সুখ চাওয়া হয়
iii. সমাজের কল্যাণে আত্মনিবেদন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. ‘যুঝি’ শব্দের অর্থ কী?
ক. কষ্ট করি খ. কাজ করি
গ. অগ্রসর হই ঘ. যুদ্ধ করি
সঠিক উত্তর
সুখ: ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
বিজ্ঞাপন
মন্তব্য করুন