মরু-ভাস্কর
১. হজরত মুহাম্মদ (সা.) কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন?
ক. গভীর আত্মবিশ্বাসে
খ. নারী মর্যাদা রক্ষায়
গ. সত্য ও সংগ্রামের চেতনায়
ঘ. সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায়
২. মানুষের জীবনে কারা লাবণ্য ফুটিয়েছেন?
ক. ধনী মানুষেরা
খ. মহাপুরুষেরা
গ. ভালো মানুষেরা
ঘ. মহামানব
৩. হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনে প্রতিটি ঘটনা কিসে যাচাই করা হয়েছে?
ক. বাস্তবের কষ্টিপাথরে
খ. পবিত্র কষ্টিপাথরে
গ. সত্যের কষ্টিপাথরে
ঘ. ন্যায়ের কষ্টিপাথরে
৪. কাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ
ক. আরবের লোকদের
খ. মহাপুরুষদের
গ. বেদুইনদের
ঘ. আরবের কবিদের
৫. আরবের লোকেরা সহজেই কী মুখস্থ করে ফেলত?
ক. কাব্যগ্রন্থ খ. প্রবন্ধগ্রন্থ
গ. হাদিস ঘ. গল্পগ্রন্থ
৬. হজরত মুহাম্মদ (সা.) কার নবী ছিলেন?
ক. সাধারণ মানুষের নবী
খ. পৃথিবীর নবী
গ. আল্লাহর নবী
ঘ. মানুষের নবী
৭. হজরত মুহাম্মদ (সা.) নিজেকে কী মনে করতেন?
ক. সাধারণ মানুষ খ. অর্থশালী
গ. ক্ষমতাধর ঘ. মানবদরদি
৮. হজরত মুহাম্মদ (সা.) কাদের মতো জীবনধারণ করতেন?
ক. অসহায় লোকদের মতো
খ. গরিব লোকদের মতো
গ. সাধারণ মানুষদের মতো
ঘ. ধনী লোকদের মতো
৯. হযরত মুহাম্মদ (সা.) কত বছর বেঁচে ছিলেন?
ক. ৬৩ খ. ৬৪
গ. ৬৫ ঘ. ৬৬
১০. হজরত মুহাম্মদ (সা.) নবি হওয়া সত্ত্বেও িনজেকে কেমন মনে করতেন?
ক. অভিজাত মানুষ খ. ক্ষমতাধর
গ. সাধারণ মানুষ ঘ. ধনী মানুষ
১১. হজরতের ঘরে কী পাতার বিছানা ছিল?
ক. খেজুর পাতার খ. গোলপাতার
গ. নারকেল পাতার ঘ. তাল পাতার
১২. হজরত মুহাম্মদ (সা.) কিসের চেয়ে কোমল ছিলেন?
ক. ফুলের চেয়ে খ. মোমের চেয়ে
গ. কুসুমের চেয়ে ঘ. শিশুর চেয়ে
সঠিক উত্তর
মরু-ভাস্কর: ১. গ ২. খ ৩. গ ৪. ক ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. ক ১০. গ ১১. ক ১২. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল