default-image

সুখ

৪২. ‘সুখ’ কবিতায় কবির কেমন মনোভাবের পরিচয় মেলে?

ক. রাজনৈতিক মনোভাবের

খ. আধ্যাত্মিক মনোভাবের

গ. দার্শনিক মনোভাবের

ঘ. সমাজতাত্ত্বিক মনোভাবের

৪৩. ‘এ ধরা কি শুধু বিষাদময়?’—এ চরণের মর্মবাণী কী?

ক. এ পৃথিবী কি শুধু দুঃখ-কষ্টে ভরা?

খ. এ পৃথিবী কি শুধু আনন্দের?

গ. এ পৃথিবী কি বিষে ভরা?

ঘ. এ পৃথিবী কি স্বাদহীন?

বিজ্ঞাপন

৪৪. ‘যাতনে জ্বলিয়া’—মানে কী?

ক. যন্ত্রণায় পুড়ে

খ. যত্নে জ্বলে

গ. আগুনে পুড়ে

ঘ. যত্নে জীবন কাটানো

৪৫. ‘সুখ’ কী?

ক. ভালো খাওয়া-পরা

খ. গাড়ি-বাড়ির মালিক হওয়া

গ. ক্লাসে ফার্স্ট হওয়া

ঘ. মনের প্রশান্তিময় অবস্থা

সঠিক উত্তর

সুখ: ৪২. গ ৪৩. ক ৪৪. ক ৪৫. ঘ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন