default-image

অধ্যায় ২

৬. স্টার ফিস, সি আর্চিন ইত্যাদির বহিঃত্বক কেমন?

ক. কাঁটাযুক্ত খ. মসৃণ

গ. গর্তময় ঘ. তৈলাক্ত

৭. কোনো কোনো অমেরুদণ্ডীতে যে সিলেন্টরন দেখা যায়, তা আসলে কী?

ক. উপাঙ্গ খ. বক্ষ

গ. বহিঃত্বক ঘ. ফাঁপা শরীর

৮. ত্বকে লোম, আঁইশ বা পালক কিছুই নেই কাদের?

ক. শোল খ. হরিণ

গ. কুনো ব্যাঙ ঘ. ইঁদুর

৯. কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না?

ক. গাঁদা ফুল খ. কুমড়াগাছ

গ. ছত্রাক ঘ. শেওলা

১০. দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের?

ক. ঢেঁকি শাক খ. মগ

গ. ক্লোরেলা ঘ. মাশরুম

১১. ঢেঁকি শাক কোন জাতীয় উদ্ভিদ?

ক. ব্রায়োফাইটা খ. টেরিডোফাইটা

গ. থ্যালোফাইটা ঘ. ফানজাই

বিজ্ঞাপন

১২. ফানজাই শ্রেণির উদাহরণ কোনটি?

ক. হরিণ খ. পেনিসিলিন

গ. মাশরুম ঘ. কুমড়াগাছ

১৩. স্বভোজী জীব নিচের কোনটি?

ক. সরীসৃপ খ. ব্যাঙ

গ. মাছ ঘ. শৈবাল

১৪. নিচের কোনটি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়?

ক. শৈবাল খ. ছত্রাক

গ. পেনিসিলিয়াম

ঘ. ব্যাকটেরিয়া

১৫. প্রবালকীটের দেহের ভেতর যে গহ্বর থাকে, তাকে কী বলে?

ক. এন্টেনা খ. কোষগহ্বর

গ. সিলেন্টেরন ঘ. পুঞ্জাক্ষী

১৬. ডিম্বাশয়ের পরিবর্তিত রূপ কোনটি?

ক. বীজ খ. ফুল

গ. ফল ঘ. চারা

১৭. নিচের কোন প্রাণীটির ত্বকে পালক ও লোম নেই?

ক. কবুতর খ. হরিণ

গ. মাছ ঘ. কাক

১৮. অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত?

ক. মনেরা খ. ফানজাই

গ. প্রোটিস্টা ঘ. এনিমেলিয়া

১৯. শীতল রক্তবিশিষ্ট প্রাণী কোনটি?

ক. কেঁচো খ. মানুষ

গ. ব্যাঙ ঘ. কাতলা

২০. অপুষ্পক উদ্ভিদ কী সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে?

ক. স্পোর খ. প্লাজমিড

গ. স্টার্চ ঘ. ডিম্বাণু

২১. অপুষ্পক উদ্ভিদের সর্বোত্তম উদ্ভিদ কোনটি?

ক. ঢেঁকি শাক খ. শেওলা

গ. মস ঘ. মাশরুম

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬. ক ৭. ঘ ৮. গ ৯. গ ১০. ক ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. ক

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন