আমার বাড়ি
১৫. ‘আমার বাড়ি’ কবিতায় কবি ভোমরকে পিঁড়েয় বসতে দিয়ে কী করাবেন?
ক. গান শোনাবেন খ. গল্প করবেন
গ. জল পান করাবেন ঘ. ভাত খাওয়াবেন
১৬. ‘আমার বাড়ি’ কবিতায় কবি কোন ফুলের হাসির কথা বলেছেন?
ক. তারা ফুল খ. কদম ফুল
গ. জবা ফুল ঘ. ডালিম ফুল
১৭. কবি ভোমরকে কোথায় আঁচল পেতে শুতে বলেছেন?
ক. বাড়ির ধারে খ. খেতের ধারে
গ. পুকুরপাড়ে ঘ. বনের ধারে
১৮. ‘কবরী’ কলা কিসের জন্য বিখ্যাত?
ক. মিষ্টির জন্য খ. দামের জন্য
গ. স্বাদের জন্য ঘ. রঙের জন্য
১৯. ‘আমার বাড়ি’ কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. হাসু খ. এক পয়সার বাঁশী
গ. বালুচর ঘ. রাখালী
২০. কিসে বাঙালির সুনাম রয়েছে?
ক. উদারতায় খ. রসিকতায়
গ. অতি ভোজনে ঘ. অতিথি আপ্যায়নে
২১. কারা অতিথি আপ্যায়নে উন্মুখ হয়ে থাকেন?
ক. কবির পরিবার
খ. কবির আত্মীয়স্বজন
গ. কবির গ্রামের মানুষ
ঘ. গাছ, ফুল ও পাখি
২২. কবি জসীমউদ্দীন ভোমরকে কী
আপ্যায়ন করাতে চান?
ক. গ্রামীণ শাকসবজি
খ. শীতের পায়েস
গ. পুকুরের মাছ
ঘ. গামছা বাঁধা দই
২৩. কিসের সান্নিধ্যে অতিথির প্রাণ জুড়াবে?
ক. স্নিগ্ধ রাতের খ. শীতের
গ. মাঠের ঘ. প্রকৃতির
২৪. ‘আমার বাড়ি’ কবিতায় অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কী বোঝানো হয়েছে?
ক. গ্রামের ভালোবাসা
খ. অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস
গ. গৃহস্থের ঔদাসীন্য
ঘ. অতিথি সেবা
২৫. ‘গাই দোহনের শব্দ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. গাভীকে শব্দ করে আঘাত
খ. গাভীকে বিশেষ শব্দে ডাকা
গ. গাভীর দুধ দোহনের শব্দ
ঘ. গাভীর একপ্রকার ডাকার শব্দ
২৬. ‘আমার বাড়ি’ কবিতা অবলম্বনে শালি ধানের চিড়া, বিন্নি ধানের খই, কবরী কলা—এগুলো
ক. নগরের প্রতীক
খ. বিদেশির প্রতীক
গ. শহরের প্রতীক
ঘ. পল্লিগ্রামের প্রতীক
সঠিক উত্তর
আমার বাড়ি: ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬. ঘ